‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৮ জানুয়ারী ২০২৩

৫:২০:৪৭ PM
1341723

কিয়েভ সরকার এ পর্যন্ত ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে

ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেংকো জানিয়েছেন, এ পর্যন্ত তার দেশ বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে।

তিনি বলেন, আজ পর্যন্ত বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে ৩২১টি ভারী ট্যাংক ইউক্রেনকে দেয়ার কথা নিশ্চিত করেছে। ফ্রান্সের বিএফএম টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

ভাদিম ওমেলচেংকো বলেন, “ইউক্রেনকে ট্যাংক দেয়ার ব্যাপারে একেক দেশের একেক রকমের শর্ত রয়েছে তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্যাংক পেতে চাই।” কোন দেশ ইউক্রেনকে কতটি ট্যাংক দেবে সাক্ষাৎকারে সে তথ্য জানাননি ওমেলচেংকো।

বুধবার আমেরিকা এবং জার্মানিসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে ভারী ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এসব দেশ কিয়েভকে ট্যাংক সরবরাহ করতে না চাইলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে গেছে।

রাশিয়া বলছে, এসব ট্যাংক যুদ্ধ-পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না বরং ইউক্রেনের জনগণের জন্য দুর্ভোগ বাড়াবে।#

342/