‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৯ জানুয়ারী ২০২৩

৫:০৭:২৬ PM
1342043

অমঙ্গল কামনাকারীরা তেহরান-বাকু সম্পর্ক নষ্ট করতে পারবে না: রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আজারবাইজানের সঙ্গে তার দেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং তেহরান ও বাকু অমঙ্গল কামনাকারীদেরকে এই সম্পর্ক নষ্ট করার অনুমতি দেবে না। তিনি গতকাল (শনিবার) আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

তেহরানস্থ আজারবাইজান দূতাবাসে এক বন্দুকধারী হামলা চালানোর একদিন পর এ টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়। এ সময় ইরানের প্রেসিডেন্ট তার দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আলিয়েভকে সমবেদনা জানান। টেলিফোনালাপে রায়িসি বলেন, ইরান ও আজারবাইজানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতীম সম্পর্ক অবিভাজ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংযোগের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কাজেই কোনো অমঙ্গল কামনাকারী এই সম্পর্ক নষ্ট করবে- তেহরান ও বাকু তা চেয়ে চেয়ে দেখবে না।

গত শুক্রবার সকালে একজন ইরানি বন্দুকধারী আজারি দূতাবাসে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে। হামলায় দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত ও অপর দুই রক্ষী আহত হয়েছেন। নিহত ব্যক্তি আজারবাইজানের নাগরিক। প্রেসিডেন্ট রায়িসি এ হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন। আজারি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে বিষয়টি উল্লেখ করে রায়িসি বলেন, তদন্তে ওই দুঃখজনক ঘটনার সব দিক বেরিয়ে আসবে।

এ সময় এলহাম আলিয়েভ তার দেশের জনগণ ও সরকারকে সহমর্মিতা জানানোর জন্য প্রেসিডেন্ট রায়িসিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দূতাবাসে হামলা ছিল একটি অনাকাঙ্ক্ষিত অপরাধ। তারপরও এই ঘটনায় তেহরান-বাকু সম্পর্কের অবনতি হবে না বলে তিনি প্রেসিডেন্ট রায়িসিকে আশ্বস্ত করেন।

এর আগে তেহরান পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন রাহিমি জানিয়েছিলেন, হামলাকারী ব্যক্তি একজন ইরানি নাগরিক এবং তিনি আজরবাইজানের এক নারীকে বিয়ে করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি এ জঘন্য কাজ করেছেন। এ হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলেও জানান তেহরানের পুলিশ প্রধান। এ ঘটনার জের ধরে আজারবাইজান সরকার তেহরান দূতাবাস থেকে তার সব স্টাফকে বাকুতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।#

342/