‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৪ ফেব্রুয়ারী ২০২৩

৫:২৬:২১ PM
1346334

অবৈধ নিষেধাজ্ঞায় তেহরান-মস্কো সম্পর্ক শুধু শক্তিশালী হবে: জাখারোভা

রাশিয়া বলেছে, বহির্বিশ্বের চাপ ও নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে দেশটির সহযোগিতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। মস্কো আরো বলেছে, বর্তমানে তেহরান ও মস্কোর ওপর যেসব অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা কেবল দু’দেশের সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (সোমবার) মস্কোয় সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ উপেক্ষা করে দ্বিপক্ষীয় স্বার্থে নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বীজ বপন করেছে তেহরান ও মস্কো।

জাখারোভা বলেন, বহিঃশক্তির চাপ কিংবা নিষেধাজ্ঞা এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। বরং উল্টো এই অবৈধ বিধিনিষেধের ফলে বিগত কয়েক বছর ধরে ক্রমবর্ধমান ইরান-রাশিয়া সম্পর্ক আরো শক্তিশালী হবে।

ইরান-রাশিয়া বাণিজ্যে প্রবৃদ্ধিরও খবর দিয়েছেন এই রুশ কূটনীতিক। তিনি বলেন, ২০২২ সালে ইরানের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেন ২০.২% বেড়ে ৫০০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে। পাশ্চাত্যের অর্থনৈতিক যুদ্ধের মোকাবিলায় তেহরান ও মস্কো তাদের জনগণের অর্থনৈতিক স্বার্থ পুরোপুরি নিশ্চিত করার পথে হাঁটছে বলে মারিয়া জাখারোভা উল্লেখ করেন।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লব হওয়ার পর থেকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। বিগত এক দশক ধরে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা শক্তিশালী করা হয়। অন্যদিকে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাশ্চাত্য।#

342/