‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৭ ফেব্রুয়ারী ২০২৩

৮:১০:৪৩ PM
1347050

আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন আমেরিকার সততা: ইরান

আমেরিকার সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন তাদের সততা এবং রাজনীতিমুক্ত থাকা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে ঘনিষ্ঠ মিডিয়া নূর নিউজ আজ একথা জানিয়েছে।

বার্তা সংস্থা ইসনা জানায়, নূর নিউজ এক বার্তায় লিখেছে: আমেরিকার বন্দিদের ব্যাপারে এবং ইরানের আটককৃত মালামাল নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এ বিষয়ক এনবিসি'র রিপোর্ট অনুমোদন করেছেন বলে জানায় নূর নিউজ।

নিউজ সূত্রটি আরও জানায় ওয়াশিংটনের অনুরোধে এবং তেহরানের সম্মতিতে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক আলোচনা সফল হয়েছে। তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর বিষয়টি আমেরিকার অ-রাজনৈতিক মানসিকতা এবং সততার ওপর নির্ভর করছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ইরানের জব্দকৃত মালামাল ফেরত দেওয়া এবং বন্দি বিনিময় সম্পর্কে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনার খবর অস্বীকার করেন নি। তিনি বরং বলেছেন আমেরিকা সবসময় তাদের নাগরিকদের মুক্তির ব্যাপারে চেষ্টা চালায়।

নেড প্রাইস তাঁর সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে বলেন: ইরান বিষয়ক মার্কিন সরকারের বিশেষ প্রতিনিধি রব মালি ওমানে গেছেন। সেখানে তিনি ইরান বিষয়ক বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেছেন বলেও প্রাইস স্বীকার করেন। তিনি আরও বলেন রব মালি হলেন ইরান বিষয়ক আমেরিকার বিশেষ দূত। সুতরাং এটা ভাবতে কোনো সমস্যা নেই যে ইরান প্রসঙ্গই তাঁর আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।

মার্কিন এই কূটনীতিক এনবিসি'র গতকালের রিপোর্ট সম্পর্কে সাংবাদিকের একটি প্রশ্নেরও জবাব দিয়েছেন। তিনি বলেছেন: কাতার এবং ইংল্যান্ডের মধ্যস্থতায় ইরান-আমেরিকার মধ্যে বন্দী বিনিময় নিয়ে পরোক্ষ আলোচনা চলছে।#

342/