‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৭ ফেব্রুয়ারী ২০২৩

৮:১৬:১৮ PM
1347052

‘ইরানের ইসলামি শাসনব্যবস্থা সম্পর্কে শত্রুদের ধারনা ভুল প্রমাণিত হয়েছে’

ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় কোটি কোটি মানুষের উপস্থিতির ভুয়সী প্রশংসা করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, ইরানের ইসলামি শাসব্যবস্থার দিন শেষ হয়ে এসেছে বলে যারা প্রচারণা চালায় বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় তাদের সে প্রচারণার অসারতা প্রমাণিত হয়েছে।

তিনি গতকাল (বৃহস্পতিবার) লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর শহীদ কমান্ডারদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, গত ১১ ফেব্রুয়ারি বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় সারা ইরানে যে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেছে তার কোনো চিত্র পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়নি; অথচ এই গণমাধ্যমগুলোই এর আগে ইরানের মুষ্টিমেয় কিছু মানুষের দাঙ্গা বাধানোর প্রচেষ্টার খবর ফলাও করে প্রচার করেছে।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, ইহুদিবাদী ইসরাইলসহ যারা এতদিন ধরে বলে আসছিল যে, ইরানের ইসলামি সরকার ব্যবস্থার দিন শেষ হয়ে এসেছে তাদের হিসাব-নিকাশ ভুল প্রমাণিত হয়েছে। ইরানি জনগণ প্রমাণ করেছে, শত্রুদের সে আকাঙ্ক্ষা কোনোদিন পূরণ হবে না।

সাইয়্যেদ নাসরুল্লাহ তার ভাষণের অন্য অংশে লেবাননে ২০১৯ সালে অস্থিতিশীলতা সৃষ্টির মার্কিন প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, ওয়াশিংটন চেয়েছিল লেবাননকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে কিন্তু মার্কিন সরকারের সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।#

342/