‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২০ ফেব্রুয়ারী ২০২৩

২:৪০:৩৬ PM
1347709

আগামী বছর ইরান পাইলটবিহীন কাহের জঙ্গিবিমান উন্মোচন করবে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান শিল্প সংস্থা ঘোষণা করেছে যে, তারা আগামী ফার্সি বছরে নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন কাহের জঙ্গিবিমান উন্মোচন করবে। এটি হবে এক আসনের স্টিলথ জঙ্গিবিমান।

আগামী ২১ মার্চ থেকে ইরানি ফার্সি নতুন বছর শুরু হবে।

শনিবার রাতে এক টেলিভিশন অনুষ্ঠানে কথা বলার সময় ইরানের বিমান শিল্প সংস্থা প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল আফশিন খাজেফার্দ বলেন, “দশ বছর আগে ইরান এই বিমান নির্মাণ করেছিল। কাহের বিমান প্রকল্প এখন প্রযুক্তিগত দিক থেকে পরিপূর্ণতায় পৌঁছেছে তবে আমরা এখন আরো বেশি ভিন্ন বৈশিষ্ট্যের বিমান তৈরি করতে যাচ্ছি। এর অর্থ হচ্ছে আগামী বছরের মাঝামাঝি সময়ে আপনারা কাহের জঙ্গিবিমানের নতুন ভার্সন দেখতে পাবেন এবং এটি সামরিক বাহিনীতে যুক্ত হবে।”

তিনি বলেন, কাহের বিমান প্রকল্প থেকে পাইলটবিহীন বিমান তৈরি করা হবে।

জেনারেল খাজেফার্দ জোর দিয়ে বলেন, ইরানের উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশ বাণিজ্যিক বিমান নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।তিনি বলেন, ইরান এখন ১০ রকমের বিমানের ইঞ্জিন তৈরি করতে সক্ষম।#

342/