‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৪ ফেব্রুয়ারী ২০২৩

১২:০৮:২৮ PM
1348664

ইসরাইলি পাশবিকতায় আরো ১১ ফিলিস্তিনির শাহাদাত; গণদাফন অনুষ্ঠিত

বর্বর ইসরাইলি সেনারা জর্দান নদীর পশ্চিম তীরে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত ১১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গতকাল (বুধবার) পশ্চিম তীরের উত্তর অংশে অবস্থিত নাবলুস শহরে ইসরাইলি সেনা অভিযানে এসব ফিলিস্তিনি শহীদ হন। নিহতদের মধ্যে ৭২ বছর বয়সি এক বৃদ্ধ এবং ১৪ বছর বয়সি এক শিশু রয়েছে।

এছাড়াও নিহত হয়েছেন ইসলামি জিহাদ আন্দোলনের দু’জন কমান্ডার। ইসলামি জিহাদ আন্দোলনের সদরদপ্তর গাজা উপত্যকায় অবস্থিত। ইহুদিবাদী সেনাদের এই নৃশংস হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১০০ ফিলিস্তিনি যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহত ফিলিস্তিনি বৃদ্ধের ছেলে বলেছেন, তার বাবা নিজের দোকান থেকে বাজারে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বুধবারই নাবলুস শহরে শহীদ ফিলিস্তিনিদের গণদাফন সম্পন্ন হয়েছে।

এর আগে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি সেনারা নাবলুস শহরে অনুপ্রবেশ করে শহরের সবগুলো প্রবেশ পথ বন্ধ করে দেয়।এরপর তারা ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামী হোসাম ইসলিমের বাড়ি ঘেরাও করে। পশ্চিম তীর-ভিত্তিক ইসরাইলি বিরোধী সশস্ত্র প্রতিরোধ গ্রুপ লায়ন্স ডেন এক বিবৃতিতে বলেছে, তারা এ সময় অতি সম্প্রতি ঘোষিত বাতালা ব্রিগেডকে সঙ্গে নিয়ে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

গত ডিসেম্বরে যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী পদে ফিরে আসার পর নাবলুস ও এর নিকটবর্তী জেনিন শহরে হামলা জোরদার করেছে ইহুদিবাদী সেনারা। গত মাসের শেষদিকে জেনিন শহরের কাছে অবস্থিত একটি শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হন।

২০২৩ সাল শুরু হওয়ার পর থেকে গত দুই মাসেরও কম সময়ের মধ্যে ইসরাইলি সেনাদের হামলায় ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।#

342/