‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৬ ফেব্রুয়ারী ২০২৩

৩:৪৫:৫০ PM
1349142

ইরান এখন বিদেশে পরমাণু প্রযুক্তি ও পণ্য রপ্তানির জোর প্রচেষ্টা চালাচ্ছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, পরমাণু প্রযুক্তি ও পণ্য বিদেশে রপ্তানির চেষ্টা চলছে। রাজধানী তেহরানে ২৯তম পারমাণবিক সম্মেলনে তিনি আজ (রোববার) এ কথা বলেন।

মোহাম্মাদ ইসলামি পরমাণু ক্ষেত্রে গবেষণার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে পরমাণু বিষয়ে যেসব গবেষণা হয় তা পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে হওয়া উচিৎ। এর  ফলে পরমাণু ক্ষেত্রে উন্নয়ন এবং প্রযুক্তি উদ্ভাবন সম্ভব হবে। 

তিনি বলেন, রক্ত জমাট বাধতে সহায়তা করে এমন একটি পাউডার উৎপাদনে সাফল্য এসেছে। এটি পরমাণু ক্ষেত্রে চলতি ফার্সি বছরের একটি বড় অর্জন। এর আগে এই পণ্যটি বিদেশ থেকে আনা হতো। কিন্তু এই পণ্যের ওপরও নিষেধাজ্ঞা আরোপের পর আমরা তা নিজেরাই উৎপাদন করছি। এখন এই পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে আগ্রহী। 

নিউক্লিয়ার মেডিসিনের পাশাপাশি কিছু পরমাণু সরঞ্জাম এখন বিদেশে রপ্তানি হচ্ছে বলে জানান মোহাম্মাদ ইসলামি।#   

342/