‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৯ মার্চ ২০২৩

৭:২১:৫৩ PM
1351402

তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত শহর পরিদর্শন করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দেশটির ভূমিকম্প কবলিত দক্ষিণাঞ্চলীয় আদিয়ামান শহর পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করেন। গতমাসে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

আমির-আব্দুল্লাহিয়ান মঙ্গলবার রাতে তুরস্কের রাজধানী আঙ্কারা পৌঁছান এবং বুধবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে সাক্ষাৎ ও যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ শেষে আদিয়ামান পরিদর্শনে যান।

এ সময় তিনি ইরানের পক্ষ থেকে তৈরি করে দেয়া একটি আশ্রয় শিবির পরিদর্শন করেন। আমির-আব্দুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, ইরানি রেডক্রিসেন্টের সহযোগিতায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ও সেনাবাহিনী আশ্রয়শিবিরটি নির্মাণ করেছে। তিনি বলেন, ইরানি উদ্ধারকারী দল ভূমিকম্পের সময় ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া বেশ কিছু মানুষকে উদ্ধার করেছে।

গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা চালানোর জন্য যেসব বিদেশি টিম তুরস্কে প্রবেশ করে আইআরজিসি’র টিম তাদের শীর্ষে ছিল।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের সরকার ও জনগণের পক্ষ থেকে এসব সাহায্যের জন্য তেহরানকে ধন্যবাদ জানানো হয়েছে।#

342/