‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১২ মার্চ ২০২৩

৮:০৯:২১ PM
1351854

বাখমুটে ভয়াবহ লড়াই : ২৪ ঘন্টায় ২০০ রুশ সেনা নিহত!?

রাশিয়া এবং ইউক্রেন দুই পক্ষই দাবি করেছে যে, বাখমুট রণক্ষেত্রে গত ২৪ ঘন্টার লড়াইয়ে এক দেশ আরেক দেশের শত শত সেনা হত্যা করেছে। তবে ঠিক কত সেনা সেখানে মারা গেছে তা নির্ণয় করা যায়নি।

ইউক্রেনের সামরিক মুখপাত্র শেরহি চেরেভাটি আজ (রোববার) বলেছেন, বাখমুটে তাদের সেনাদের হাতে ২২১ জন মস্কোপন্থী সেনা নিহত এবং ৩০০'র বেশি আহত হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, দোনেস্ক সীমান্তে রুশ হামলায় ইউক্রেনের ২১০ জন সেনা নিহত হয়েছে। তবে তাদের বাখমুট রণক্ষেত্রে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে কিছু বলেনি।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক ইনটেলিজেন্স বুলেটিনে বলা হয়েছে, বাখমুট এখন কিলিং জোনে পরিণত হয়েছে। বলা হয়েছে- রাশিয়ার ওয়াগনার গ্রুপ বাখমুটের পূর্ব অঞ্চলের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে, ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে পশ্চিম অংশ। ইউক্রেনের সামরিক বাহিনীর বাখমুটের কমান্ডার ইনচার্জ কর্নেল জেনারেল ওলেকসান্দ্রা বলেছেন, তারা রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে প্রয়োজন মতো জবাব দিচ্ছে। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার জন্য বাখমুট ধরে রাখা জরুরি।

এদিকে, দোনবাস অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের জন্য বাখমুট দখল রাশিয়ার জন্য অপরিহার্য। এর আগে রাশিয়ার প্রতিরখক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, বাখমুট দখল করতে পারলে রাশিয়ার সেনারা ইউক্রেনের আরো গভীরে অভিযান চালাতে পারবে। এরইমধ্যে বাখমুট শহর একটা বিধ্বস্ত শহরে পরিণত হয়ে পড়েছে।  ধ্বংসপ্রাপ্ত এই শহরের জন্য লড়াইয়ের যৌক্তিকতা নিয়ে অনেক সামরিক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। তবে ইউক্রেন বলছে, রাশিয়া এই শহর দখল করে নিলে তারা আরো পশ্চিমে অগ্রাভিযান চালাবে।#

342/