‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA24
শুক্রবার

১৭ মার্চ ২০২৩

৭:২৪:০৩ AM
1352717

সামরিক বিমান চালনায় রাশিয়াকে সতর্ক হতে হবে: আমেরিকা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রাশিয়াকে তার সামরিক বিমানগুলোকে সতর্কতার সঙ্গে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার ক্রিমিয়া সীমান্তের কাছে কৃষ্ণসাগরের আকাশে দু’টি রুশ জঙ্গিবিমান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে ওয়াশিংটন দাবি করার পর এ আহ্বান জানালেন অস্টিন।

মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন ‘আন্তর্জাতিক আইন যেসব জায়গায় যাওয়ার অনুমতি দেয় তার সব জায়গায়’ টহল দেবে বলে সতর্ক করে দেন মাকিন প্রতিরক্ষামন্ত্রী।তিনি ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভের এক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন।

অ্যান্তোনভকে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে তিনি বলেছিলেন যে, রুশ সীমান্তের কাছে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা অগ্রহণযোগ্য। তিনি আমেরিকাকে রুশ সীমান্তের কাছে ‘বিদ্বেষী তৎপরতা’ বন্ধ করারও আহ্বান জানিয়েছিলেন।

লয়েড অস্টিন বিষয়টি নিয়ে বুধবার তার রুশ সমকক্ষ সের্গেই শোইগুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। টেলিফোন সংলাপের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, রাশিয়াকে তার সামরিক বিমানগুলোকে নিরাপদে এবং পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করতে হবে।

মঙ্গলবার সকালে মার্কিন ড্রোন বিধ্বস্তের ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে আমেরিকা বলেছে, রুশ যুদ্ধবিমানের ‘বেপরোয়া’ ও ‘অপেশাদার’ আচরণের কারণে ড্রোনটি ভূপাতিত হয়েছে। তবে মস্কো সে অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, রাশিয়ার সীমান্তের কাছে ‘বিদ্বেষী’ তৎপরতা থেকে আমেরিকাকে বিরত থাকতে হবে। বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।#

342/