‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA24
শুক্রবার

১৭ মার্চ ২০২৩

৭:২৫:১৯ AM
1352720

প্রবাসী ইরানিদের অধিকার রক্ষায় সরকার দৃঢ়সংকল্প : রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার সরকার সকল প্রবাসী ইরানির অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর। তিনি প্রবাসী ইরানি নাগরিকদেরকে তাদের জাতীয় পরিচয় সমুন্নত রাখারও আহ্বান জানিয়েছেন।

রায়িসি গতকাল (বুধবার) তেহরানে প্রবাসী ইরানি নাগরিকদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, বিদেশে বসবাসরত ইরানিদেরকে আমরা নিজেদের নাগরিক মনে করি। আমরা বিশ্বাস করি, ইরানে বসবাসরত এদেশি নাগরিকদের মতো বিদেশে বসবাসরত ইরানি নাগরিকদেরও অধিকার রয়েছে এবং সরকার উভয় নাগরিকদের অধিকার রক্ষা করতে সচেষ্ট রয়েছে। 

তিনি প্রবাসী ইরানি নাগরিকদেরকে তাদের জাতীয় পরিচয় সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রবাসী ইরানি সন্তানরা যেন তাদের আত্মপরিচয় ভুলে না যান।

বিশ্বের বিভিন্ন দেশে কয়েক মিলিয়ন ইরানি নাগরিক বসবাস করেন। প্রেসিডেন্ট রায়িসির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এসব প্রবাসীকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।#

342/