‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA24
শুক্রবার

১৭ মার্চ ২০২৩

৭:২৬:১৫ AM
1352722

সরকারি অনুমোদনের পর ইরান-সৌদি বিমান ফ্লাইট চালু হচ্ছে

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান সংস্থা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর সৌদি আরব ও ইরানের মধ্যে বিমানের ফ্লাইট চালু হবে।

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকার সাত বছর পর গত শুক্রবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এরপর বিমান চলাচল প্রসঙ্গে দেশটির সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এ কথা বলল।

ইরানের বেসরকারি বিমান সংস্থার মুখপাত্র জাফার ইয়াজারলু গতকাল (মঙ্গলবার) বলেন, সরকারি অনুমতির পরই ইরান এবং সৌদি আরবের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট চালু হবে। তার আগেই এ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইরানের পবিত্র মাশহাদ নগরী থেকে বিমানে করে হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করা।#

342/