‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৭ মার্চ ২০২৩

১০:৫৬:৩৫ AM
1354467

সিরিয়ায় ইরানি ঘাঁটির ওপর হামলা হলে তাৎক্ষণিকভাবে কড়া জবাব দেয়া হবে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেইওয়ান খোশরাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের অনুরোধে সিরিয়ায় ইরান যেসব সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে সেগুলোর ওপর কোনো রকমের হামলা হলে তাৎক্ষণিকভাবে কঠোর জবাব দেয়া হবে। এসব ঘাঁটি সিরিয়ার অনুরোধে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে।

342/সিরিয়ায় দখলদার মার্কিন সেনাদের অবৈধ ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরান জড়িত বলে আমেরিকার একজন কর্মকর্তা দাবি করার পর গতকাল (শনিবার) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলম জানিয়েছে, সিরিয়ায় আমেরিকার দুটো সামরিক ঘাঁটির ওপর অন্তত ২০টি রকেট দিয়ে হামলা চালানো হয়। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের আল-ওমর তেলক্ষেত্র এবং কনিকো গ্যাসক্ষেত্রের পাশে দুটি মার্কিন ঘাঁটিতে এই হামলা হয়। এর আগে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় যাতে একজন ঠিকাদার নিহত ও ছয় মার্কিন সেনা আহত হয়। এই হামলার পর মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি স্থাপনায় বিমান হামলা চালায়।

বিমান হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ অনুযায়ী সিরিয়ার ওই স্থাপনায় হামলা চালানোর হুকুম দেন। লয়েড অস্টিন দাবি করেন, স্থাপনাটি ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গ্রুপ ব্যবহার করছিল।

এ বক্তব্যের জবাবে খোশরাভি বলেন, আমেরিকা দোষারোপের রাজনীতি করার চেষ্টা করছে এবং সিরিয়ার ভূখণ্ডে অবৈধ মার্কিন দখলদারিত্বের পরিণতি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তারা ইরানের বিরুদ্ধে যে অভিযোগ করছে তা মোটেই সত্য নয়। তিনি আরো বলেন, অন্য দেশকে দায়ী করে আমেরিকা কোনভাবেই সিরিয়ায় তার দখলদারিত্ব এবং সংঘাতকে বৈধ করতে পারবে না। ইরান সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে চড়া মূল্য দিয়ে সিরিয়ায় নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, এই নিরাপত্তা ও স্থিতিশীলতা বানচালের বিষয়ে যে-কোন তৎপরতার বিরোধিতা করবে তেহরান।#