‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১ এপ্রিল ২০২৩

১২:৫৮:৩২ PM
1355304

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার কোনো বিকল্প নেই: তেহরানের জুমার নামাজের খতিব

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ সামাজিক নানা কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ এবং অর্থনৈতিক তৎপরতা আরো বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নতুন ফার্সি বছরকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও উৎপাদন বৃদ্ধির বছর হিসেবে ঘোষণা দিয়েছেন। সর্বোচ্চ নেতার এ ঘোষণার কথা উল্লেখ করে জুমার নামাজের খতিব বলেছেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন সাধন বিশেষ করে জনগণের দুর্ভোগ কমিয়ে আনা বর্তমান কর্মকর্তাদের প্রধান চ্যালেঞ্জ। এতে কোনো সন্দেহ নেই যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা গেলে জনগণের জীবনমান উন্নয়নে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতিতে তা প্রধান ভূমিকা রাখবে।

অব্যাহত মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতির ভবিষ্যত নিয়ে আগাম ধারণা করা কঠিন উল্লেখ করে জুমার নামাজের খতিব আবু তোরাবি ফার্দ বলেছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার কোনো বিকল্প নেই এবং এ কারণে সর্বোচ্চ নেতা নতুন ফার্সি বছরকে বছরকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও উৎপাদন বৃদ্ধির বছর হিসেবে ঘোষণা দিয়েছেন। জুমার নামাজের খতিব পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামীকাল ইরানে 'ইসলামি প্রজাতন্ত্র দিবস' পালনের কথা উল্লেখ করে বলেছেন, এদিনটি হচ্ছে জাতির নেতৃত্বের দিন। ইসলামি প্রজাতন্ত্র দিবস প্রমাণ করেছে জনগণ যদি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকে তাহলে জাতি এগিয়ে যাবে উল্লেখ করে তিনি আরো বলেছেন, এ দিবস হচ্ছে ধর্মভিত্তিক জনগণের শাসন ব্যবস্থা প্রবর্তনের দিবস।# 

342/