‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৭ মে ২০২৩

৮:৪০:৩৪ AM
1363414

প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে সুদানের দুই পক্ষ

সুদানের রক্তক্ষয়ী সংঘাতে জড়িত দু’পক্ষের প্রতিনিধিরা প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন। সৌদি আরবের জেদ্দা শহরে এই বৈঠকে বসতে যাচ্ছেন সুদান সেনাবাহিনী ও সেদেশের প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফের প্রতিনিধিরা।

আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ সুদানের দুই সশস্ত্র বাহিনীর মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাত অবসানের লক্ষ্যে আন্তর্জাতিক যে প্রচেষ্টা চলছে তার অংশ হিসেবে জেদ্দা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই বৈঠকের মাধ্যমে দুই পক্ষ একটি সংলাপ প্রক্রিয়ায় জড়াবে যা শেষ পর্যন্ত সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করবে।

তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ ঘোষণা দিলেন যখন সুদানের সংঘর্ষরত উভয় পক্ষ একথা স্পষ্ট করে দিয়েছে যে, তারা শুধুমাত্র মানবিক কারণে যুদ্ধবিরতিতে সম্মত হতে রাজি আছে; যুদ্ধ শেষ করার আলোচনায় তারা অংশ নেবে না।

সুদানের আরএসএফ বাহিনীর কমান্ডার মোহাম্মাদ হামদান ডাগলো জেদ্দা বৈঠকের প্রতি সমর্থন ঘোষণা করে বলেছেন, তিনি আসন্ন বৈঠকে প্রতিনিধিদল পাঠাবেন। ওই বৈঠকের মাধ্যমে সংঘর্ষরত এলাকাগুলো থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার জন্য মানবিক করিডোর স্থাপন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, সুদানের জনগণের স্বার্থে একটি অন্তর্বর্তী বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন।ওদিকে সুদানের সেনাবাহিনীও জেদ্দায় তার একটি প্রতিনিধিল পাঠয়েছে। অবশ্য সুদানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাফাল্লাহ আল-হাজ আলী বলেছেন, জেদ্দা বৈঠকে সুদানের সেনবাহিনী ‘বিদ্রোহী’ আরএসএফ প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা বসবে না।#

342/