‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৮ মে ২০২৩

৯:৪৯:৩০ AM
1363744

ইরানে সন্ত্রাসী রিংলিডারের ফাঁসিতে ইউরোপের মায়াকান্না; নিন্দা জানাল তেহরান

ইরানে ধারাবাহিক সন্ত্রাসী হামলা চালানোর দায়ে একজন বিচ্ছিন্নতাবাদী রিংলিডারের ফাঁসি কার্যকর করার পর সুনির্দিষ্ট কিছু ইউরোপীয় দেশ এ ব্যাপারে হস্তক্ষেপমূলক যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ইউরোপীয়দের এ ধরনের বক্তব্য বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়তে সাহায্য করবে।

২০১৮ সালে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ শহরে সেনাবাহিনীর কুচকাওয়াজে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ ইরানি নাগরিক নির্মমভাবে নিহত হন। গত সপ্তাহে ওই হামলার সুইডিশ-সমর্থনপুষ্ট মাস্টারমাইন্ড হাবিব ফারাজুল্লাহ চাব ওরফে হাবিব আসিউদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।শনিবার সুইডেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ এ ঘটনার নিন্দা জানায়।

এর প্রতিক্রিয়ায় গতকাল (রোববার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, ইউরোপীয় দেশগুলো সন্ত্রাসবাদের মোকাবিলা করার পরিবর্তে নিরপরাধ মানুষ হত্যাকারী সন্ত্রাসী ও তাদের অপকর্ম নিয়ে গর্ব করছে।কানয়ানি বলেন, ইউরোপীয়দের এই অবস্থান মানবাধিকারের মৌলিক নীতিমালার পরিপন্থি। 

তিনি বলেন, হরকাতুল নাজালের রিংলিডার চাব বহুদিন ধরে নারী ও শিশুসহ নিরপরাধ মানুষ হত্যা করে এসেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, তার দেশ সন্ত্রাসবাদের মূলোৎপাটন করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। দেশের জনগণের নিরাপত্তা ও অধিকার প্রশ্নে তেহরান কোনো ছাড় দেবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় জানান।#

342/