২০১৮ সালে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ শহরে সেনাবাহিনীর কুচকাওয়াজে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ ইরানি নাগরিক নির্মমভাবে নিহত হন। গত সপ্তাহে ওই হামলার সুইডিশ-সমর্থনপুষ্ট মাস্টারমাইন্ড হাবিব ফারাজুল্লাহ চাব ওরফে হাবিব আসিউদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।শনিবার সুইডেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ এ ঘটনার নিন্দা জানায়।
এর প্রতিক্রিয়ায় গতকাল (রোববার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, ইউরোপীয় দেশগুলো সন্ত্রাসবাদের মোকাবিলা করার পরিবর্তে নিরপরাধ মানুষ হত্যাকারী সন্ত্রাসী ও তাদের অপকর্ম নিয়ে গর্ব করছে।কানয়ানি বলেন, ইউরোপীয়দের এই অবস্থান মানবাধিকারের মৌলিক নীতিমালার পরিপন্থি।
তিনি বলেন, হরকাতুল নাজালের রিংলিডার চাব বহুদিন ধরে নারী ও শিশুসহ নিরপরাধ মানুষ হত্যা করে এসেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, তার দেশ সন্ত্রাসবাদের মূলোৎপাটন করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। দেশের জনগণের নিরাপত্তা ও অধিকার প্রশ্নে তেহরান কোনো ছাড় দেবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় জানান।#
342/