গতকাল (রোববার) তেহরান সফররত পেদেরসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আমির-আব্দুল্লাহিয়ান। মস্কোয় ইরান, রাশিয়া, সিরিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সিরিয়া বিষয়ক বৈঠকের কয়েকদিন পর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া থেকে সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূল করার পাশাপাশি দেশটিতে থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়ায় দখলদার সেনাদের উপস্থিতি ধরে রেখে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
গত ১০ মে মস্কোয় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।সেইসঙ্গে ওই বৈঠক থেকে তুরস্কের সঙ্গে সিরিয়ার সম্পর্ক আবার জোড়া লাগানোর প্রক্রিয়ার রোড-ম্যাপও ঘোষণা করা হয়।সিরিয়ায় ২০১১ সালে বিদেশি মদদে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়লে তুরস্কের বিরুদ্ধে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের মদদ দেয়ার অভিযোগ ওঠে। এরপর তুরস্কে সিরিয়ায় সরাসরি সেনা মোতায়েন করলে দু’দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল।
এদিকে, মস্কো বৈঠক থেকে বিগত এক দশকের গৃহযুদ্ধে ঘরবাড়ি হারিয়ে শরণার্থীতে পরিণত হওয়া মানুষদেরকে সিরিয়ায় ফিরিয়ে এনে পুনর্বাসন করারও আহ্বান জানানো হয় # 342/