‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২১ মে ২০২৩

৩:১১:০৫ PM
1367601

দ. লেবানন মুক্তির বার্ষিকীর প্রাক্কালে হিজবুল্লাহর সামরিক মহড়া

দক্ষিণ লেবাননকে মুক্ত করার বার্ষিকীকে সামনে রেখে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সামরিক মহড়া শুরু করেছে। দুই হাজার সালের ২৫ মে ইহুদিবাদী ইসরাইলের দখল থেকে দক্ষিণ লেবাননকে মুক্ত করতে সক্ষম হয় হিজবুল্লাহ। এরপর থেকে প্রতি বছর এই দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে আসছে সংগঠনটি। লেবাননে এই দিনটি 'প্রতিরোধের উৎসব' নামে পরিচিত।

প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচি পালন করছে হিজবুল্লাহ। সামরিক মহড়ার মাধ্যমে দেশরক্ষায় নিজেদের প্রতিরোধ শক্তি ও প্রস্তুতি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। এই মহড়া কয়দিন চলবে তা জানানো হয়নি।

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফিউদ্দিন মহড়াস্থল পরিদর্শন করে বলেছেন, পরিপূর্ণ বিজয়ের বিষয়ে আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। এই সামরিক মহড়ার মাধ্যমে শত্রুদেরকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে, আল্লাহর পথের যোদ্ধারা কখনো ক্লান্ত হবে না। যেকোনো আগ্রাসন মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, শত্রুরা আঘাত হানার মতো কোনো বোকামি করলেই ইহুদিবাদী ইসরাইলের হৃদপিণ্ডে নিখুঁত আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো বিদ্ধ হবে।# 

342/