‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৮ মে ২০২৩

১০:৩৩:২৪ AM
1369322

ন্যাটো জোটের মারাত্মক ভুল ইউক্রেন যুদ্ধের সূচনা করেছে

মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, ন্যাটো জোটের মারাত্মক ভুলের কারণেই আজকে ইউক্রেন সংঘাতের সৃষ্টি হয়েছে। তিনি বললেন, ২০০৮ সালে যখন ইউক্রেন প্রথম ন্যাটো জোটে যোগ দেয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন থেকেই সংকটের শুরু।

মার্কিন সাবেক এই ঝানু কূটনীতিক বলেন, "ইউক্রেনের ন্যাটো জোটে যোগ দেয়ার বিরুদ্ধে আমি বিরোধিতা করেছিলাম এবং আমি তখন একাকী বেশ বাজে অবস্থার মধ্যে পড়েছিলাম। পরে যখন আমি ইউক্রেনকে জোটে সদস্য হিসেবে গ্রহণের কথা বলছি তখনো আমি একা।”

হেনরি কিসিঞ্জারের বয়স ১০০ বছর পূর্ণ হওয়ার আগ মুহূর্তে তিনি রেকর্ডকৃত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ন্যাটো জোটের ভুলে সৃষ্ট সংঘাতে রাশিয়া যে ধরনের জবাব দিচ্ছে তাও বেশ অদ্ভুত। হেনরি কিসিঞ্জার বলেন, রাশিয়ার অভিযান প্রতিরোধ করার জন্য আমেরিকা যে ভূমিকা নিয়েছে সেটি সম্পূর্ণ সঠিক।
হেনরি কিসিঞ্জার বলেন, আমেরিকা অস্ত্র সরবরাহ করার কারণে ইউক্রেন ইউরোপে শ্রেষ্ঠ অস্ত্রধারী দেশে পরিণত হয়েছে এবং দেশটিকে এখন ন্যাটো জোটের সদস্য করা উচিত। ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য করা ছাড়া ইউরোপে শান্তি আসবে না বলেও মন্তব্য করেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

২০০৮ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ঘোষণা করেছিল যে, ইউক্রেনকে এই জোটের সদস্য করা হবে কিন্তু কখন তা করা হবে সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সময় দেয়া হয়নি। তবে প্রথম থেকেই রাশিয়া ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করে আসছিল। গত বছর রাশিয়া যে সামরিক অভিযান শুরু করেছে তার অন্যতম প্রধান কারণ এটি।#

342/