‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৩১ মে ২০২৩

১০:০২:৩০ AM
1370036

আন্তর্জাতিক জোটে অংশ নিতে কোনো চাপ নেই, পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেয়ার মত কোন পরিস্থিতি তৈরী হয়নি বলে মনে করে সরকার। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোন নিষেধাজ্ঞা আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ বুধবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে কাজ করে যাচ্ছে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোনো বিদেশি শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। তিনি বলেন, চীনা নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ এখনও যোগ দেয়নি। আন্তর্জাতিক কোনো জোটে অংশ নেওয়ার বিষয়েও ঢাকার ওপর কোনো চাপ নেই।

আর আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশী পর্যবেক্ষন আনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যেভাবে বলবে সরকার সে অনুযায়ীই পদক্ষেপ নিবে।

রোহিঙ্গা সংকট সমাধানের প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেছেন, মিয়ানমারের ওপর বিক্ষিপ্ত নিষেধাজ্ঞা দেয়ার কারনে খুব একটা কাজ হচ্ছে না। এ ক্ষেত্রে জাতিসংঘকে আরো সক্রিয় ভূমিকা রাখা দরকার বলে মনে করেন তিনি। #

342/