‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩ জুন ২০২৩

৬:৩২:৪২ PM
1370966

'রুশবিরোধী অভিযান শুরু করতে প্রস্তুত কিয়েভ তবে ব্যাপক হতাহতের আশঙ্কা আছে’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা অভিযান শুরু করতে প্রস্তুত কিন্তু আশঙ্কা হচ্ছে মস্কো বিমান শক্তিতে বেশি শক্তিশালী হওয়ায় ব্যাপকভাবে হতাহতের ঘটনা ঘটত পারে। আজ (শনিবার) প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি একথা বলেছেন।

তিনি বলেন, “আমি জোরালোভাবে বিশ্বাস করি রাশিয়া যে সমস্ত ভূখণ্ড দখল করেছে তা পুনরুদ্ধার করতে আমরা সফল হব।”সাক্ষাৎকার প্রেসিডেন্ট বলেন, "আমি জানি না এটি শুরু করতে কতদিন লাগবে। তবে সত্যি কথা বলতে কী, বিভিন্নভাবে এই অভিযান শুরু হতে পারে, সম্পূর্ণ ভিন্নভাবে। আমরা এই অভিযান শুরু করতে যাচ্ছি, এজন্য আমরা প্রস্তুত।"

জেলেনস্কি দাবি করেন, যদি রাশিয়ার বিমান শক্তিকে মোকাবেলার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র না দেয়া হয় তাহলে আমাদের বিপুল সংখ্যক সেনা মারা যাবে। গত কয়েক মাস ধরে ইউক্রেন বলে আসছে, তারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট সবসময় বলে আসছেন, রাশিয়ার বিমান শক্তিকে মোকাবেলার জন্য বিপুল পরিমাণ পশ্চিমা অস্ত্র ছাড়া এ ধরনের অভিযান শুরু করা হবে খুবই বিপজ্জনক ব্যাপার।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এ পর্যন্ত রুশ সামরিক বাহিনী লুহানস্ক এবং দোনেস্কের বিরাট এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব এলাকা পুনরুদ্ধার করতে চায় ইউক্রেন।#

342/