‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

১১ জুন ২০২৩

৬:০৭:১১ PM
1372341

আফগানিস্তানে দুর্ধর্ষ দায়েশ সন্ত্রাসী নিহত

ইরান, পাকিস্তান ও তাজিকিস্তানের বিভিন্ন অঞ্চলে আইএসআইএস নেতৃত্বাধীন সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী "সানাউল্লাহ গাফফারি” আফগানিস্তানের কুনার প্রদেশে নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) জানিয়েছে: পাকিস্তানি সংবাদ চ্যানেলগুলি অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে যে ইরান, পাকিস্তান ও তাজিকিস্তানের বিভিন্ন অঞ্চলে আইএসআইএস নেতৃত্বাধীন সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী শাবাব আল-মুহাজির নামে পরিচিত "সানাউল্লাহ গাফফারি আফগানিস্তানের কুনার প্রদেশে নিহত হয়েছে।

পাকিস্তানি নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, গাফফারি কাবুলের বাসিন্দা এবং তার পরিবার ভারত থেকে আফগানিস্তানে স্থানান্তরিত হয়েছিল।

২০২১ সালে, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই সন্ত্রাসীকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীদের তালিকাভুক্ত করে তার মাথার মূল্য ১০ মিলিয়ন ডলার নির্ধারণ করে।

পাকিস্তানের "দুনিয়া" নিউজ চ্যানেল জানিয়েছে যে, সানাউল্লাহ গাফফারি খোরাসান ভিত্তিক আইএসআইএস এর ছত্রছায়ায়, ২০২০ সাল থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা শুরু করে এবং একই সময়ে সে ইরান, তাজিকিস্তান এবং আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে চালানো হামলার ঘটনায় জড়িত ছিল।

এদিকে, গত বুধবার, পাকিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে "পেশোয়ার" শহরে দায়েশ (আইএসআইএস) সন্ত্রাসী গোষ্ঠীর এক নেতার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

২০২১ সালের জানুয়ারির শেষের দিকে পাকিস্তানি সংবাদ সূত্র ঘোষণা করেছিল যে, খোরাসান ভিত্তিক আইএসআইএস সন্ত্রাসী গোষ্ঠীর পাকিস্তানি শাখার প্রধান আসলাম ফারুকী উত্তর আফগানিস্তানে নিহত হয়েছে। উল্লেখ্য, ফারুকীকে ২০২০ সালের ৫ই এপ্রিল আফগান নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে ইসলামাবাদ সরকার কাবুল থেকে এই পাকিস্তানি নাগরিকের হস্তান্তর দাবি করেছিল।#176S