‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৪ জুন ২০২৩

১:০২:০১ PM
1372994

‘আর মাত্র কয়েকদিনের মধ্যে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন হবে’

আর মাত্র কয়েকদিনের মধ্যে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে পৌঁছাবে বলে খবর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

বেলারুশ নেতার বরাত দিয়ে রাশিয়ার তাস বার্তা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, ‘আগামী কয়েকদিনের মধ্যে’ রাশিয়ার পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে। প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, তার দেশ এসব অস্ত্র গ্রহণ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি বলেন, “সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমার মনে হয় আমরা দীর্ঘদিন ধরে যে প্রস্তুতি নিচ্ছিলাম তা শিগগিরই বাস্তবায়িত হতে যাচ্ছে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার ঘোষণা করেছিলেন, আগামী জুলাই মাসের গোড়ার দিকে তার দেশের ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে। কৃষ্ণসাগর তীরবর্তী সোচি শহরে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকের পর তিনি এ ঘোষণা দিয়েছিলেন।

প্রেসিডেন্ট পুতিন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেনকোকে বলেন, পরমাণু অস্ত্র মোতায়নের ব্যাপারে সবকিছুই পরিকল্পনা মতো এগিয়ে চলেছে। তিনি বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহের শেষ থেকে পরমাণু অস্ত্র মোতায়েন শুরু হতে পারে।#

342/