‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২১ জুন ২০২৩

৮:১৭:৩৬ PM
1374652

গ্রিসে পবিত্র কোরআন অবমাননাকারী গ্রেফতার

গ্রিসের একটি মুসলিম জনবহুল এলাকায় ফরাসী বংশোদ্ভূত এক ব্যক্তি পবিত্র কোরআন ছিঁড়ে আল্লাহর বাণীকে অসম্মান ও অবমাননা করলে, প্রত্যক্ষদর্শীরা প্রতিবাদ জানায়, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): ৬০ বছর বয়সী একজন ফরাসি নাগরিক, গ্রীসের পশ্চিম অঞ্চলের একটি মসজিদে ২৫ জুন বৃহস্পতিবার পবিত্র কুরআনের একটি কপি ছিঁড়ে ফেলে।

আঞ্চলিক মুফতির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীদের অভিযোগের পরিপেক্ষিতে, ঐ ফরাসি নাগরিককে তার উস্কানিমূলক কাজের জন্য গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ!

এই ধরনের ঘৃণিত কর্মের তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গ্রীক শিক্ষা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

গ্রিসের ধর্ম বিষয়ক মন্ত্রী গিওরগোস কালান্তজিস এক বিবৃতিতে বলেন: “যেকোনো সম্প্রদায়ের ধর্মীয় পবিত্র স্থানকে সম্মান করা গ্রিসের জন্য একটি আপোশহীন বিষয়। জান্তি অঞ্চলের একটি মসজিদে যে আক্রমণাত্মক ও নিন্দনীয় কর্ম সংঘটিত হয়েছে তাতে আমারা সকলকে মর্মাহত। ধর্মীয় স্বাধীনতার বিষয়টি নিরঙ্কুশ ভাবে গ্রীক সংবিধানে নিশ্চিত করা হয়েছে”।

তিনি আরো বলেন: আমি পুলিশকে অভিনন্দন জানাই অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। #176K