৪ আগস্ট ২০২৩ - ১৬:৪২
ইরানি প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শাহবাজ শরিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।

এ সময় ইরানি প্রেসিডেন্টকে দেশটি সফরের আমন্ত্রণ পৌঁছে দিতে অনুরোধ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফ ও আমির আব্দুল্লাহিয়ানের মধ্যে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। এ সময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী ব্যাংকিং লেনদেন ও গ্যাস পাইপ লাইন নির্মাণের বিষয়ে মতবিনিময় করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদারের উপায়গুলো নিয়েও কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সময় বলেন, পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে আমাদের দেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি।

তিনি বলেন, আশাকরি আসন্ন নির্বাচনের পরপরই ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফর করবেন। এই বৈঠকে আফগানিস্তান ইস্যুসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে।#     

342/