বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।
এ সময় ইরানি প্রেসিডেন্টকে দেশটি সফরের আমন্ত্রণ পৌঁছে দিতে অনুরোধ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফ ও আমির আব্দুল্লাহিয়ানের মধ্যে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। এ সময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী ব্যাংকিং লেনদেন ও গ্যাস পাইপ লাইন নির্মাণের বিষয়ে মতবিনিময় করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদারের উপায়গুলো নিয়েও কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সময় বলেন, পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে আমাদের দেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি।
তিনি বলেন, আশাকরি আসন্ন নির্বাচনের পরপরই ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফর করবেন। এই বৈঠকে আফগানিস্তান ইস্যুসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে।#
342/