‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৬ আগস্ট ২০২৩

৮:৪১:০২ PM
1387381

'ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার ও দেহ তল্লাশি করা হবে'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতেই হচ্ছে। অন্তত কয়েক ঘণ্টা হলেও তাকে কারাগারে কাটাতে হবে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় ২৫ আগস্ট ট্রাম্পকে অবশ্যই জর্জিয়া অঙ্গরাজ্যের ফুলটন কাউন্টির আদালতে হাজিরা দিতে হবে।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিন ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হবে এবং নিয়ম অনুযায়ী তার দেহ তল্লাশির পাশাপাশি আঙ্গুলের ছাপ নেওয়া হবে। সেখানে প্রবেশের আগে তার ছবিও তোলা হবে। ঐ মামলায় সেদিন ট্রাম্পের আরও ১৮ সহযোগীকে গ্রেপ্তার করা হবে।

জর্জিয়া কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, আদালতে হাজির হওয়ার আগে ট্রাম্প ও তার সঙ্গী অন্য ১৮ আসামিকে আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে কাটাতে হতে পারে।

স্থানীয় শেরিফ প্যাট লাবাত বলেছেন, ট্রাম্পের মামলার প্রক্রিয়ার সময় কর্মকর্তারা প্রথাগত রীতি অনুসরণ করবেন।

যুক্তরাষ্ট্রে কোনো আসামি গ্রেপ্তার হলে জামিন না হওয়া পর্যন্ত শুনানির জন্য তাদের কারাগারে থাকতে হয়। অথবা তাদের স্বল্প মেয়াদের কারাদণ্ড দিয়ে কারাগারে রাখা হয়, এমন নজিরও আছে। আর দণ্ডিত হলে অপরাধীকে কারাগারে দীর্ঘতর সময় থাকতে হয়।

342/