১৬ আগস্ট ২০২৩ - ২০:৪৪
 ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করলো তেহরান

ইরান-বিরোধী অকার্যকর নিষেধাজ্ঞার নীতি অনুসরণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে এক টেলিফোন সংলাপে এই সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি ইউরোপীয় কর্মকর্তাকে বলেন, ইরান এবং ইউরোপের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে নিষেধাজ্ঞা হচ্ছে অবন্ধুসুলভ পদক্ষেপ। ইরান-বিরোধী নিষেধাজ্ঞার নীতি অনুসরণ করে ইউরোপ কোনভাবে লাভবান হচ্ছে না বলেও মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন সংলাপে আমির আবদুল্লাহিয়ান আরো বলেন, রাশিয়াকে ড্রোন সরবরাহ করার ব্যাপারে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে ইউক্রেনকে গ্রহণযোগ্য প্রমাণ দেয়ার জন্য বারবার আহ্বান জানানোর সত্ত্বেও তারা এ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। তবে ইরান রাশিয়ার যুদ্ধে মস্কোকে সমর্থন করে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। একইভাবে ফিলিস্তিন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নীতির বিরোধিতা করে ইরান এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে তেহরান জোরালোভাবে সমর্থন করে।#

342/