ট্যাংকার ট্রাকিং সার্ভিসের তথ্য
থেকে দেখা যাচ্ছে, ২০১৮ সালে মার্কিন সরকার নিষেধাজ্ঞা কঠোর করার আগে ইরান
যে পরিমাণে তেল বিক্রি করতো তার চেয়ে দেশটি বর্তমানে বেশি তেল বিক্রি
করছে।
এ তথ্য থেকে আরো দেখা যায়, চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনে তার আগের মাসের ২০ দিনের চেয়ে শতকরা ৩০ ভাগ তেল বিক্রি বেড়েছে। সেক্ষেত্রে প্রতিদিন ইরান তেল বিক্রি করছে ২২ লাখ ব্যারেল।
ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার নিষেধাজ্ঞা কঠোর করলেও তা নস্যাৎ করে দেয়ার চেষ্টা করছে তেহরান।
এজন্য দেশটি এশিয়া এবং তার মিত্র দেশগুলোর কাছে তেল বিক্রির পরিমাণ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই আন্তর্জাতিক ট্যাঙ্কার ট্রাকিং সার্ভিস ইরানের তেল বিক্রি ব্যাপকভাবে বেড়ে যাওয়ার খবর দিল।#
342/