তিনি বলেন, ৪৫ বছর আগে এই তিন দেশ ইরানের স্বৈরশাসক রেজা শাহের ব্যাপক হত্যাযজ্ঞ ও ধরপাকড়ের প্রতিও সমর্থন দিয়েছিল।
লন্ডনে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দামন্ত্রী ও ইরানে গত বছর সংঘটিত উস্কানিমূলক দাঙ্গায় জড়িতদের মধ্যকার বৈঠকের নিন্দা জানান নাসের কানয়ানি।
মাহসা আমিনী নামে এক কুর্দি তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতবছর ইরানে বিদেশী মদদপুষ্ট বিশৃঙ্খলাকারীরা ব্যাপকভাবে দাঙ্গা চালায়। ওই দাঙ্গার বার্ষিকীতে লন্ডনে গোয়েন্দামন্ত্রীর সঙ্গে এর পৃষ্ঠপোষকতাকারীদের বৈঠক হয়।
এই বৈঠকের কথা উল্লেখ করে গতকাল টুইটারে দেয়া এক পোস্টে নাসের কানয়ানি বলেন, ইসরাইলি গোয়েন্দা মন্ত্রীর সঙ্গে দাঙ্গাকারীদের বৈঠকের ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণ দেয় যে, এখনো ইসরাইল, আমেরিকা এবং ব্রিটেন এই তিন শক্তি ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। এই একই চক্র ১৯৭৮ সালে সরকারের বিরুদ্ধে জেগে ওঠে যা চূড়ান্তভাবে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে শেষ হয়।#
342/