‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৮ সেপ্টেম্বর ২০২৩

২:৫৩:৪৭ PM
1394352

সংসদই আধুনিক গণতন্ত্রের মন্দির: নরেন্দ্র মোদী

সংসদই আধুনিক গণতন্ত্রের মন্দির বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় ঐ মন্তব্য করেন।

প্রসঙ্গত,আজই পুরোনো সংসদ ভবনের মেয়াদ শেষ হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে আনুষ্ঠানিকভাবে নয়া সংসদ ভবনে প্রবেশ করবেন এমপিরা।  আজ (সোমবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের নিম্নকক্ষ লোকসভায়  দেওয়া দীর্ঘ বক্তব্যে বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করেন। এ সময়ে তিনি বলেন, 'দেশের সংসদীয় যাত্রা স্মরণ করতেই এই বিশেষ অধিবেশন। এই সংসদ ভবন ৭৫ বছরের যাত্রায় নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী। আমরা নতুন সংসদ ভবনে গেলেও পুরনো এই ভবন যুব সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই ভবন তৈরিতে দেশের মানুষের পরিশ্রম, অর্থ রয়েছে।’ 

প্রধানমন্ত্রী বলেন, পুরনো সংসদ ভবন নির্মাণের পরিকল্পনা ছিল বিদেশি শাসকের। কিন্তু ভবন  নির্মাণের নেপথ্যে ছিল ভারতীয়দের শ্রম এবং অর্থ।  তবে ভবন নির্মাণে  বিদেশি  শাসকদের ভূমিকা থাকলেও সেখানে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে এবং সেই অধ্যায়কে স্মরণে রেখেই এগিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   

প্রসঙ্গত, ১৯২৭ সালের ১৮ জানুয়ারি মাসে পুরানো সংসদ ভবন তৈরি সম্পন্ন হয়েছিল এবং এর বিদায়  হচ্ছে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর। তৎকালীন ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুটিয়েন্স এবং হারবার্ট বেকার ৬ বছরে ৬ একর জমির উপর পুরোনো সংসদ ভবনটি তৈরি করেছিলেন।   

প্রধানমন্ত্রী আজ বলেন, 'ভারতের প্রতি সন্দেহ করার স্বভাব কিছু মানুষের স্বাধীনতার পর থেকে চলে আসছে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে ভারত জবাব দিয়েছে। আজ ভারত বিশ্ববন্ধু হিসেবে নিজের জায়গা তৈরি করেছে। বেদ থেকে বিবেকানন্দ পর্যন্ত আমাদের সংস্কারই তার আধার। এই সংসদ ভবনের গৌরব আমাদের সকলের।' 

প্রথমবার সংসদে প্রবেশের স্মৃতি স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমি যখন প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে এই ভবনে প্রবেশ করি, তখন স্বভাবতই সংসদ ভবনের দোরগোড়ায় মাথা নত করেছিলাম। গণতন্ত্রের এই মন্দিরে প্রণাম করে ভিতরে পা রেখেছিলাম। আমি কল্পনাও করতে পারি না কিন্তু ভারতীয় গণতন্ত্রের এমন শক্তি যে রেলের প্ল্যাটফর্মে থাকা একটি শিশু সংসদে পৌঁছায়। দেশ আমাকে এত সম্মান করবে তা কখনো কল্পনাও করিনি। 

এদিকে, আজ সংসদ ভবনে প্রবেশের আগেই প্রধানমন্ত্রী জানিয়ে দেন, আগামী মঙ্গলবার ‘গণেশ চতুর্থী’র দিনই নয়া সংসদ ভবনে প্রবেশ করবেন সাংসদেরা।  ‘বিঘ্ননাশক’ গণেশের কৃপায় সব বাধাবিঘ্ন পেরিয়ে ভারত সব স্বপ্ন এবং সঙ্কল্প পূরণ করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আজ রাজ্যসভায় দেওয়া বক্তব্যে প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রত্যেকবারই আমাদের জিজ্ঞাসা করা হয় ৭০ বছরে আমরা কী করেছি? জবাবে বলতে চাই, আজকে আপনারা যা এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তা করেছি, আমরা এটি শুরু করেছি। ১৯৫০ সালে যখন আমরা গণতন্ত্র গ্রহণ করি, তখন অনেক বিদেশী পণ্ডিত মনে করেছিলেন যে এখানে গণতন্ত্র ব্যর্থ হবে কারণ এখানে লাখ লাখ অশিক্ষিত মানুষ রয়েছে। কিন্তু আমরা তাদের ভুল প্রমাণ করেছি। বিগত ৭০ বছরে আমরা এটাই করেছি বলেও মন্তব্য করেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। #

342/