৮ অক্টোবর ২০২৩ - ১২:৫৫
আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিবের উপস্থিতিতে উগান্ডায় ঈদে মীলাদুন্নাবি (স.) পালিত -২ (সচিত্র)

মাহফিলের অবকাশে নারীদের ধর্ম, সংস্কৃতি ও অর্থনীতি কেন্দ্রীক তৎপরতা পরিচালনার লক্ষ্যে আল-যাহরা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়াতুল্লাহ রামাজানী।#

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মহানবি হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল উগান্ডার মায়োগেহ অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মুসলমানদের উপস্থিতিতে আয়োজিত মীলাদুন্নাবি (স.)-এর মাহফিল আঞ্চলিক রীতি-রেওয়াজ ও ইসলামি সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) মহাসচিব আয়াতুল্লাহ রামাজানী প্রধান অতিথি হিসেবে উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে মাজমা মহাসচিব শহীদ আব্দুল কাদেরের কবর যিয়ারত করেন, এ সময় তিনি মহান আল্লাহর দরবারে শহীদ আব্দুল কাদেরের জন্য সুউচ্চ মাকাম কামনা করেন। শহীদ আব্দুল কাদের ওয়াহাবিদের হামলায় প্রাণ হারিয়েছিলেন।

প্রসঙ্গত, মাহফিলের অবকাশে নারীদের ধর্ম, সংস্কৃতি ও অর্থনীতি কেন্দ্রীক তৎপরতা পরিচালনার লক্ষ্যে আল-যাহরা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়াতুল্লাহ রামাজানী।#