‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৭ ডিসেম্বর ২০২৩

২:৪১:০১ PM
1418194

ইসরাইলের ভেতরে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়লো ইয়েমেন

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী আবারো ইহুদিবাদী ইসরাইলের সামরিক অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গাজার প্রতিরোধ যোদ্ধা ও সাধারণ মানুষের প্রতি সমর্থন জানিয়ে হুথিরা এই হামলা চালালো।

ইয়েমেনের সামরিক বাহিনী গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের দক্ষিণ অংশের উম্মুল রাশরাশ শহর লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী এমন হামলা অব্যাহত রাখবে। ইসরাইল এই শহরকে এইলাত বলে। এর পাশাপাশি লোহিত সাগর দিয়ে ইসরাইলের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

এর আগে ইসরাইল দাবি করেছে, অ্যারো এয়ার সিস্টেম ব্যবহার করে তারা লোহিত সাগরের আকাশে ইয়েমেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইসরাইলের গণমাধ্যম দাবি করেছে, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি টের পেয়ে সাইরেন বাজানো হয় তবে ক্ষেপণাস্ত্রটি অধিকৃত অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। 

এদিকে, মার্কিন এক নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের একটি ড্রোনকে তারা ভূপাতিত করেছে। ড্রোনটি ইসরাইলের দিকে যাচ্ছিল বলে দাবি করা হয়।#

342/