‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৯ ডিসেম্বর ২০২৩

৬:১৮:১৭ PM
1418607

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের ওপর বাইডেন প্রশাসনের চাপ

ইহুদিবাদী ইসরাইলের কাছে গোপনে ৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইসরাইলের কাছে ট্যাংকের ৪৫ হাজার গোলা বিক্রি করতে গোপনে মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় বেসামরিক মানুষ হতাহতের বিষয়ে বেড়ে চলা উদ্বেগের মধ্যে অস্ত্র বিক্রির এ চুক্তিটি যাচাই-বাছাইয়ের সম্মুখীন হয়েছে। গতকাল (শুক্রবার) চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরাইলের ১২০ মিলিমিটার কামানের গোলার ভাণ্ডার পূর্ণ করার জন্য আমেরিকা ৫০ কোটি ডলারের এই চুক্তি করেছে।

তবে, ট্যাংকের এই গোলা ইসরাইলের কাছে সরবরাহ করার আগে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে। কিন্তু কোনো কোনো কংগ্রেস সদস্য বিষয়টিতে রহস্যজনক অবস্থান নিয়েছেন। ইসরাইল তার মারকাভা ট্যাংকে ১২০ মিলিমিটারের গোলা ব্যবহার করে থাকে।

রয়টার্স বলছে, এই চুক্তিটি চলতি সপ্তাহে কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হয় এবং তারা চুক্তিটি পর্যালোচনা জন্য ২০ দিন সময় নিয়েছে। এখন পররাষ্ট্র দপ্তর চুক্তিটি অনুমোদন করার জন্য কংগ্রেস সদস্যদের ওপর চাপ সৃষ্টি করেছে। একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা জশ পল। ইসরাইলের প্রতি আমেরিকার অন্ধ সমর্থনের জন্য গত মধ্য অক্টোবরে তিনি পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগ করেছিলেন।

যশ পলের এই মন্তব্যকে সঠিক বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বর্তমান কর্মকর্তা। অস্ত্র বিক্রির চুক্তিটি বর্তমানে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক এবং প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে পর্যালোচনায় রয়েছে।#

342/