‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

১১ জানুয়ারী ২০২৪

৮:৪০:৩৯ PM
1428614

রজব মাসের গুরুত্বপূর্ণ দিনগুলো

যদিও প্রতিটি মাস আল্লাহর জন্য এবং প্রতিটি মাসেরই বিশেষ কিছু ফজিলত পূর্ণ দিবস রয়েছে; কিন্তু রজব, শাবান ও রমজান মাসের ফজিলত ও গুরুত্ব অপর মাস অপেক্ষা বেশী। এছাড়া রজব মাসকে আল্লাহর মাস হিসেবেও আখ্যায়িত করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ‘রজব’ আরবি মাসগুলোর একটি। আল্লাহর রসুল (সা.) হতে এ মাসের ফজিলত ও তাৎপর্য সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। মাসুমগণের (আ.) জীবনীতে এই মাসে করণীয় একাধিক আমল পরিলক্ষিত হয়েছে। ইতিহাসের পরিক্রমায় এই মাসে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনা মাসটিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।

রজব মাসের বিশেষ দিবসগুলো:

১লা রজব: কতিপয় রেওয়ায়তের আলোকে, ৫৭ হিজরিতে মদিনায় ইমামতের ধারার পঞ্চম ইমাম হজরত মুহাম্মদ আল-বাকির (আ.) জন্মগ্রহণ করেন। ইমাম বাকির (আ) দ্বীনের জ্ঞান প্রাতিষ্ঠানিকভাবে প্রচার ও প্রসার ঘটান আর এ জন্যই তাঁকে বাকির আল-উলুম বা জ্ঞান বিদীর্ণকারী বলা হয়।

৩রা রজব: ২৫৪ হিজরীর এই দিনে দশম ইমাম হজরত আলী নাকী (আ.) শাহাদাত বরণ করেন। ৪১ বছর বয়সে আব্বাসীয় খলিফা মু’তাজ ইমামকে বিষ প্রয়োগে শহীদ করে।

১০ই রজব: কতিপয় রেওয়ায়তে এসেছে, ১৯৫ হিজরির এই দিনে পৃথিবী আলোকিত করে নবম ইমাম হজরত মুহাম্মদ আত-তাকী (আ.) জন্মগ্রহণ করেন।

১৩ই রজব: হজরত আলী ইবনে আবি তালিব (আ.) হলেন পৃথিবীর ইতিহাসে পবিত্র কা’বাঘরে জন্মগ্রহণকারী একমাত্র মানব। রেওয়ায়তের আলোকে এই দিনেই তিনি জন্মগ্রহণ করেন। ইমাম আলী (আ.) হলেন ইমামতের ধারার প্রথম ইমাম। তাঁর জন্মের অলৌকিক ঘটনা বিভিন্ন হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে। দিনটি ইরানে ‘বাবা দিবস’ হিসেব পরিচিত।

১৫ই রজব: বেশ কিছু বর্ণনার ভিত্তিতে, এই দিনে কারবালার ঘটনা প্রত্যক্ষকারী, ইমাম হুসাইনের (আ.) বোন হজরত যায়নাব (সা.আ.) ইন্তেকাল করেন।

১৮ই রজব: রসুলুল্লাহর (সা.) পুত্র সন্তান হযরত ইব্রাহিম এই দিনে মৃত্যুবরণ করেন।

২৫শে রজব: সপ্তম ইমাম মুসা ইবনে জাফর (আ.) এই দিনে শাহাদত বরণ করেন। ১৮৩ হিজরিতে আব্বাসীয় খলিফা হারুন বিষ প্রয়োগ করে ইমামকে শহীদ করে।

২৬শে রজব: বেশ কিছু সূত্রমতে রসুলুল্লাহর (স.) সম্মানিত চাচা হজরত আবু তালিব এই দিনে মৃত্যুবরণ করেন। যিনি নিজের জীবনকে বাজি রেখে শৈশব থেকে যৌবন পর্যন্ত রসুল (সা.)-এর হেফাজতের দায়িত্ব পালন করেছেন।

২৭শে রজব: রজব মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে ২৭শে রজব; কেননা এদিন রসুল (সা.) নিজের নবুওয়াতের ঘোষণা দেন। যা ইসলামে বে’সাত দিবস নামে পরিচিত।#176A