‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১২ জানুয়ারী ২০২৪

৭:৫৭:০২ AM
1428660

আয়াতুল্লাহ মুহসেন আলী নাজাফী’র ইন্তেকালে;

মাজমা’র সুপ্রিম কাউন্সিলের সভাপতির শোকবার্তা

আয়াতুল্লাহ মুহসেন আলী নাজাফী’র ইন্তেকালে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের সভাপতি শোক প্রকাশ করেছেন।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (আবনা): আয়াতুল্লাহ মুহসেন আলী নাজাফী’র ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের সভাপতি।

আয়াতুল্লাহ আখতারি বলেন: আল্লামা মুজাহিদ ও বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আয়াতুল্লাহ শেইখ মুহসেন আলী নাজাফীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনি ছিলেন পাকিস্তানের প্রখ্যাত আলেমদের একজন এবং হাওযা ইলমিয়া ‘জামিয়া আল-কাউসারে’র প্রতিষ্ঠাতা, এছাড়া পাকিস্তানে আহলে বাইত (আ.) কাউন্সিলের প্রধান। তিনি নিজের বরকতময় জীবনে সর্বদা নিজেকে ইসলাম ও আহলে বাইত (আ.)-এর শিক্ষা প্রসারে নিয়োজিত রেখেছিলেন। অক্লান্ত পরিশ্রমী এ মুজাহিদ আলেম বিপুল সংখ্যক শিষ্য তরবিয়্যতের মাধ্যমে ইসলামী ঐক্য, ইসলামী বিপ্লবের আদর্শ এবং ইমাম খোমেনী ও সর্বোচ্চ নেতা ইমাম খামেনির মূল্যবান শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।।

বার্তায় বলা হয়েছে: মরহুম আল্লামা নাজাফি আয়াতুল্লাহ আল-উজমা বোরুজেরদি, আয়াতুল্লাহ আল-উজমা ইমাম খোমেনি, আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আবু আল-কাসিম খুয়ী’র মতো মহান মারজা ও উস্তাগণের ছাত্র ছিলেন। ধর্মীয় উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি তিনি ছিলেন আকর্ষণীয় নৈতিকতার অধিকারী।

তিনি বলেন: বিশিষ্ট এ আলেমের ইন্তেকালে, আমার পক্ষ থেকে এবং আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সুপ্রীম কাউন্সিলের সম্মানিত সদস্যদের পক্ষ থেকে হযরত বাকিয়াতুল্লাহিল আযাম (আ.), ইমাম খামেনেয়ী, মারজায়ে তাক্বলীদগণ, পাকিস্তানের উলামা ও জনগণের প্রতি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য আহলে বাইত (আ.)-এর পাশে স্থান এবং তাঁর শোকার্ত পরিবারের জন্য ধৈর্য ও উত্তম পুরস্কার কামনা করছি।#176