‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১১ ফেব্রুয়ারী ২০২৪

৬:৩৮:৪১ PM
1436817

‘ফিলিস্তিন আবার মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে’

লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে হামাস’সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনের ‘আল-আকসা তুফান’ অভিযান ফিলিস্তিনকে আবার মুসলিম বিশ্বের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ ইস্যুতে পরিণত করেছে।

তিনি গতকাল (শনিবার) বৈরুতে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা, হামাসের পলিটব্যুরো সদস্য ওসামা হামদান এবং পপ্যুলার ফ্রন্টের উপ মহাসচিব জামিল মাজহারের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আল-আকসা তুফান অভিযানের মাধ্যমে প্রতিরোধ ফ্রন্ট ফিলিস্তিনি জনগণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পেরেছে। তিনি অবিলম্বে গাজা উপত্যকা ও অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের সাধারণ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি পাশবিকতা বন্ধ করার আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ শেষে গাজাসহ গোটা ফিলিস্তিনের ভবিষ্যত কী হবে তা নির্ধারণ করার অধিকার একমাত্র ফিলিস্তিনি জনগণের রয়েছে; বাইরে থেকে কোনো সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেয়া যাবে না।

বৈঠকে প্রতিরোধ ফ্রন্টের নেতারা গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, ফিলিস্তিনি জনগণের অবিচলতা ও প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তার কারণে ফিলিস্তিনি জাতির বিজয়ের সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তারা  বলেন, যুদ্ধ পরিস্থিতি প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে রয়েছে এবং ইহুদিবাদী ইসরাইল গাজায় তার ঘোষিত লক্ষ্যের একটিও অর্জন করতে পারেনি। এ সময় ফিলিস্তিনি প্রতিরোধ নেতারা ইরানের ইসলামি বিপ্লবের ৪৫তম বার্ষিকী উপলক্ষে ইরানের সরকার ও জনগণকে অভিনন্দন জানান।#

342/