‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৪ ফেব্রুয়ারী ২০২৪

২:০০:২৮ PM
1440024

গণতান্ত্রিক ধারা অব্যাহত বলেই স্থিতিশীলতা ও আর্থ-সামাজিক অগ্রগতি হয়েছে: প্রধানমন্ত্রী

জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে, বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সাংবিধানিক আদালত বিষয়ক বাংলাদেশ-ভারত যৌথ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন,  গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশে স্থিতিশীল অগ্রগতি সাধিত হয়েছে।

শনিবার সকালে ঢাকায় একুশ শতকে দক্ষিণ এশীয় সাংবিধানিক আদালত, সংক্রান্ত দুইদিন ব্যাপী বাংলাদেশ-ভারত যৌথ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু সম্মেলনে কেন্দ্রে অনুষ্ঠানের শুরুতেই তিনি সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ও ভারতের অতিথিদের হাতে। পরে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫’এর পর ক্ষমতা জনগণের হাতে ছিল না, সেটা ক্যান্টনমেন্টে বন্দি ছিল। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করে, মানুষের ন্যায়বিচার প্রাপ্তির জন্য বিচারবিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার।

অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলকারীদের আদালত অবৈধ ঘোষণা করায় বিচারবিভাগকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশে স্থিতিশীলতা আছে এবং মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব হয়েছে। #

342/