‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৫ ফেব্রুয়ারী ২০২৪

৪:০১:৪৬ PM
1440234

গাজা যুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা জয়ী হবে: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তেহরান বিশ্বাস করে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী হবে।

তিনি গতকাল (শনিবার) ইরানের ধর্মীয় নগরী কোমের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ আশা ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা আজ ফিলিস্তিনে ইহুদিবাদী শত্রুদের অপরাধযজ্ঞ প্রত্যক্ষ করছি। তারা নারী, শিশু ও নিরুপায় মানুষকে হত্যা করে বিজয় অর্জন করার চেষ্টা করছে।”

জেনারেল সালামি বলেন, কিন্তু গাজাবাসী তাদের ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে বিশ্ববাসীর কাছে এ বার্তা পৌঁছে দিয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সহাবস্থান করা তাদের পক্ষে সম্ভব নয়।

আইআরজিসির প্রধান বলেন, “আমরা নির্যাতিত এই জনগোষ্ঠীর বিজয়ে বিশ্বাস করি। আত্মোৎসর্গকারী মানুষের জন্যই আল্লাহর প্রতিশ্রুত বিজয় অপেক্ষা করছে। বিজয় তাদেরই হবে যারা এই অসম যুদ্ধে প্রতিরোধ ত্যাগ করেনি।”

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলের অভ্যন্তরে এক আকস্মিক অভিযান চালায়। এরপর দখলদার ইসরাইলি সেনারা গাজা উপত্যকার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের ভয়াবহ গণহত্যা অভিযানে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার নিরপরাধ গাজাবাসী ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। ইসরাইলি বাহিনীর আগ্রাসনের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও দখলদার সেনাদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন।#

342/