‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৬ ফেব্রুয়ারী ২০২৪

৬:৫২:১৫ PM
1440520

গাজায় যুদ্ধ চলতে থাকলে মানবিক পরিস্থিতির আরও অবনতি হবে: আবদুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ইসরাইলের গণহত্যাকারী শাসকগোষ্ঠি গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখলে এ অঞ্চলে মানবিক পরিস্থিতির ভয়াবহ রকমের অবনতি ঘটবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান জেনেভায় আন্তর্জাতিক রেড ক্রসের প্রধান মিরিয়ানা স্পোলিয়ারিকের সঙ্গে এক বৈঠকে ওই মন্তব্য করেছেন। ফিলিস্তিন পরিস্থিতিকে তিনি অত্যন্ত জটিল এবং উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেছেন: দুর্ভাগ্যবশত রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে গাজা সংকট নিরসনের রাজনৈতিক প্রচেষ্টা আলোর মুখ দেখতে পায় নি।

ইরানের কূটনৈতিক পরিষেবার প্রধান আবদুল্লাহিয়ান বৈরুত এবং দোহায় ফিলিস্তিনি প্রতিরোধ নেতাদের সাথে তার সাম্প্রতিক বৈঠকের কথা জানান। বৈঠকে তিনি গাজা উপত্যকার পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেন। তিনি স্মরণ করিয়ে দেন: উত্তর গাজার ৬ লাখেরও বেশি বাসিন্দা না খেয়ে দিন কাটাচ্ছে। আমেরিকা যুদ্ধ কমানোর এবং যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কোনো কথাই বলছে না। এটাই প্রমাণ করে ওয়াশিংটন গাজা যুদ্ধের অবসান চায় না।

মিরিয়ানা স্পোলিয়ারিকের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: গাজা যুদ্ধ বন্ধে ইরানের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেখানে মানবিক সাহায্য ও ত্রাণ পৌঁছানোর সকল চেষ্টাও চালিয়ে যাবে ইরান। স্পোলিয়ারিক গাজা যুদ্ধ বন্ধে ইরানের সকল প্রচেষ্টার প্রশংসা করেন। সেইসঙ্গে তিনি গাজায় মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।#

342/