ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন স্থানে ইঙ্গো-মার্কিন বাহিনী নতুন করে হামলা চালানোর পর গতকাল (রোববার) এসব কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি বলেন, "এই ধরনের স্বেচ্ছাচারী ও হঠকারী হামলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম-নীতির লঙ্ঘন এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে।"
নাসের কানয়ানি আরো বলেন, ইয়েমেনে হামলার মধ্য দিয়ে আমেরিকা ও ব্রিটেন প্রমাণ করেছে যে, তারা গাজা এবং পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে। এছাড়া, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার চেয়ে দখলদার ইসরাইল সরকারের অবৈধ নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তারা।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, আমেরিকা এবং ব্রিটেন দেখিয়ে দিয়েছে যে, তারা সমস্ত মানবিক নীতি-নৈতিকতা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে। এই দুটি দেশ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে বাড়িয়ে দিতে এবং গাজা যুদ্ধের বিস্তৃতি ঘটাতে চায় যাতে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধের বিষয়ে বিশ্ব জনমতকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়া যায়।#
342/