আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): গত ৩রা মার্চ সকালে হযরত শাহ-আব্দুল আজিম (আ.)-এর মাজার “আনা মিন হুসাইন” শিরোনামে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়। আশুরা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা হোজাতুল ইসলাম ওয়াল মুসলিমিন দরবেশি উক্ত অনুষ্ঠানে হযরত আয়াতুল্লাহ মাকারেম শিরাজীর বাণী পাঠ করে শোনান।
“আনা মিন হুসাইন” শিরোনামে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে পঠিত হযরত আয়াতুল্লাহ মাকারেম শিরাজীর বাণী নিম্নরূপ:
বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহর রাসূল (সাঃ) বলেছেনঃ হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে, আল্লাহ তাদের ভালোবাসবেন, যারা হুসাইনকে ভালোবাসবে!
প্রথমে, আমি এই মহান আন্তর্জাতিক সম্মেলনের সকল আয়োজকবৃন্দ এবং অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানিয়ে এই আশাবাদ ব্যক্ত করছি যে, সাইয়্যেদুশ-শোহাদার (আঃ) নামে সুসজ্জিত এই মহা-সমাবেশ, আশুরা-সংস্কৃতির প্রচার-প্রসারে বিশেষ করে তরুণদের জন্য একটি কার্যকর পদক্ষেপ।
ইমাম হুসাইন (আ.)-এর প্রতি ভালোবাসা হচ্ছে, ঐশ্বরিক শক্তির প্রভাব ও প্রকাশ; যা সকল সত্য-সন্ধানী, প্রকৃত স্বাধীনতাকামী-হৃদয়গুলোকে সাইয়েদুশ-শোহাদা (আ.)-এর সুমহান অস্তিত্বের চারপাশে একত্রিত করেছে। এই ভালোবাসার শক্তি এমন নয় যে, কেবল শীয়া কিংবা মুসলমানদের পরিসীমায় সীমাবদ্ধ নয়, বরং যে কেউ সত্য-অনুসন্ধানের ধারাবাহিকতায় তাঁর সম্পর্কে জানবে, সে তাঁর ভালোবাসায় আকৃষ্ট ও আকর্ষিত হবে।
এই ভালোবাসার সৌন্দর্য প্রকাশ পায়, যখন আল্লাহ হুসাইনের প্রতি ভালোবাসা পোষণকারীর হৃদয়ে হুসাইনের জন্য ব্যকুলতা ও ভালবাসাকে স্থাপন করেন, কারণ ইমাম সাদিক (আঃ) বলেছেন:
“যখন আল্লাহ কাউকে সৌভাগ্যবান করার ইচ্ছা করেন, তখন তাঁর হৃদয়কে হযরত হুসাইনের (আঃ) ভালবাসায় পরিপূর্ণ করে দেন এবং হযরতের যিয়ারাতের জন্য তাঁর হৃদয় অতিশয় উৎকণ্ঠিত ও ব্যাকুল থাকে”।
এই পথ হচ্ছে, আল্লাহর একত্ববাদকে জানার দীর্ঘ-পথের সূচনা মাত্র, যেমনটি যিয়ারতে জামে’র মধ্যে বলা হয়েছে- “যে কেউ আল্লাহকে জানতে চাইবে, তাকে শুরু করতে হবে আপনাদের থেকে”।
হজরত সাইয়্যেদুশ শোহাদা (আ.)-এর প্রিয় অস্তিত্বের সাথে যখন তাঁর প্রেমিকদের হৃদয়-সমূহ বিজড়িত ও ব্যাপৃত থাকে, তখনই উপযুক্ত সময়, হুসাইনি-শিক্ষা ও চিন্তাধারার সাথে পরিচিত হওয়ার এবং তাঁর মহান অভ্যুত্থানের লক্ষ্যগুলি জানার।
অতঃপর মানুষকে প্রস্তুত হতে হবে তাঁর সন্তান সাহেবুজ্জামান মাহদীর (আমাদের জীবন তাঁর জন্য উৎসর্গিত) যুহুরের জন্য। এই হুসাইনি চেতনা ও আগ্রহী-একাগ্রতা পরিশেষে ইমাম মাহদীর প্রতিক্ষার অবসান ঘটবে, ইনশাআল্লাহ।
হজরত শাহ-আবদুল আজিম (আ.)-এর মাজারে এই অনুষ্ঠানের আয়োজনে যারা কাজ করেছেন, পরিশেষে আবারও তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি আল্লাহর কাছে সাইয়্যেদুশ-শোহাদার (আ.) আদর্শ অনুসরণে সফলতাসহ তাদের সকলের জন্য হযরতের যিয়ারত ও শাফায়াত কামনা করছি।
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু
নাসের মাকারেম শিরাজী
#176K