প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরাইলে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই ঘটনার প্রতিবাদে স্যান্ডার্স বাইডেনের প্রশাসনের সমালোচনা করেন। মার্কিন এই সিনেটর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তাঁর নিজস্ব অ্যাকাউন্টে লিখেছেন:
আমেরিকা নেতানিয়াহুকে বেসামরিক লোকদের ওপর বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানাতে পারে না। কেননা পরের দিনই ইসরাইলে ২ হাজার পাউন্ড ওজনের হাজার হাজার বোমা পাঠাবে আমেরিকা। ও্ইসব বোমা দিয়ে গাজা শহরের আশেপাশের পুরো এলাকাকেই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সিম্ভব। এটা সভ্যতা বিবর্জিত একটা নোংরা কাজ।
স্যান্ডার্স আরও বলেন: আমাদের অবশ্যই ইসরাইলের হাতে হাত মেলানো বন্ধ করতে হবে: ইসরাইলে আর কোনো বোমা দেওয়া যাবে না।#