আজ (রোববার) ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছে।
বিবৃতিতে পিএমইউ জানিয়েছে, ইসরাইলের সর্ব-উত্তরে ইলাবান এলাকায় অবস্থিত ওই সামরিক স্থাপনায় এক ঝাঁক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতি শেষ করা হয়েছে।
গত ৭ অক্টোবর গাজার ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আল-আকসা স্টর্ম নামে সামরিক অভিযান পরিচালনা করে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের দশকের পর দশক ব্যাপক হত্যাযজ্ঞ ও প্রচণ্ড নিপীড়ন এবং পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনি জনগণকে ইবাদত বন্দেগীতে বাধা দেয়ার প্রতিবাদে এই অভিযান পরিচালনা করে ফিলিস্তিনি যোদ্ধারা।
এরপর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার উপর ইতিহাসের ভয়াবহ বর্বর হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে চলেছে। এর প্রতিরোধে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ওপর বিভিন্ন সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে আসছে।#
342/