‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৩১ মার্চ ২০২৪

২:৫০:০১ PM
1447979

ইসরাইলের মৌলিক অবকাঠামোয় হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা

ইরাকের ইসলামি প্রতিরোধকামী যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালালো।

আজ (রোববার) ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছে।

বিবৃতিতে পিএমইউ জানিয়েছে, ইসরাইলের সর্ব-উত্তরে ইলাবান এলাকায় অবস্থিত ওই সামরিক স্থাপনায় এক ঝাঁক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতি শেষ করা হয়েছে।

গত ৭ অক্টোবর গাজার ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আল-আকসা স্টর্ম নামে সামরিক অভিযান পরিচালনা করে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের দশকের পর দশক ব্যাপক হত্যাযজ্ঞ ও প্রচণ্ড নিপীড়ন এবং পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনি জনগণকে ইবাদত বন্দেগীতে বাধা দেয়ার প্রতিবাদে এই অভিযান পরিচালনা করে ফিলিস্তিনি যোদ্ধারা।

এরপর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার উপর ইতিহাসের ভয়াবহ বর্বর হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে চলেছে। এর প্রতিরোধে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ওপর বিভিন্ন সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে আসছে।#

342/