নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা গতকাল (বুধবার) আল-আরাবি আল-জাদিদকে বলেন, ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকায় সম্প্রতি দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের একটি তুমুল সংঘর্ষের সময় সেখানে উপস্থিত ছিলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। একজন নেতা হিসেবে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং প্রতিরোধ আন্দোলনের মনোবল তুঙ্গে রয়েছে।
হামাসের ওই সিনিয়র নেতা বলেন, “ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার অপরাধী সংস্থাগুলোর পক্ষ থেকে উত্থাপিত হয়। এ কাজে তাদের উদ্দেশ্য গাজায় তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জনের ব্যর্থতাকে ধামাচাপা দেয়া।”
হামাসের ওই কর্মকর্তা ইসরাইলি গণমাধ্যমগুলোর এ দাবিও প্রত্যাখ্যান করেন যে, ইহুদিবাদী সেনাদের আগ্রাসনে উত্তর ও মধ্য গাজায় হামাস যোদ্ধারা পরাজিত হয়েছে। তিনি বলেন, “দখলদার সেনারা উত্তর ও মধ্য গাজায় আবার তাদের সামরিক অভিযান শুরু করেছে। যদি তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী, এসব এলাকায় হামাসের পরাজয় ঘটে থাকত তাহলে তারা আবার অভিযান শুরু করত না।”#
342/