আহলে
বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ওয়াহদাতে ইসলামিয়ে ইরাকে’র দ্বিতীয়
আন্তর্জাতিক সম্মেলন ‘তুফানুল আকসা; আদর্শ ও স্বকীয়তা’ স্লোগান নিয়ে ইরাকের রাজধানী
বাগদাদে অনুষ্ঠিত হয়েছে। এতে নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকি,
সিরিয়ার প্রখ্যাত আলেম শেইখ আহমেদ বাদরুদ্দীন আল-হাসূন, তুরস্কের বিশিষ্ট ব্যক্তিত্ব শেখ মুসা আইদিন, কুয়েতের
বিশিষ্ট শিয়া আলেম আল্লামা শেইখ হোসেন মা’তুক। আফগানিস্তানের আল্লামা মৌলভী হাবিবুল্লাহ
হিসাম, বসনিয়ার আল্লামা মুস্তাফা সিব্রিচ, লেবাননের সৈয়দ আলী ফজলুল্লাহ এবং ইরাকে নিযুক্ত আহলে বাইত (আ.)
বিশ্বসংস্থার (মাজমা) প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম আলে আইয়ুবসহ বিশ্বের বিভিন্ন দেশ
থেকে উল্লেখযোগ্য সংখ্যক আলেম-উলামা উপস্থিত ছিলেন।#
সূত্র : ABNA
বৃহস্পতিবার
৯ মে ২০২৪
৪:৩৮:৪৫ AM
1457266
বাগদাদে ‘তুফানুল আকসা; আদর্শ ও স্বকীয়তা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত (সচিত্র)

শেইখ ইব্রাহিম জাকজাকিসহ বিশ্বের বিভিন্ন দেশের সনামধন্য আলেম ও ব্যক্তিত্বদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।