‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১০ মে ২০২৪

২:৪৬:০৮ PM
1457491

আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি লজ্জাজনক: ইরান

ইহুদিবাদী ইসরাইলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে মার্কিন সরকার আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে বলে যে খবর বেরিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

মার্কিন কংগ্রেসে দেশটির প্রধান দুই দলের আইন প্রণেতারা হুমকি দিয়েছেন, তারা এমন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছেন যার ফলে আইসিসি ইসরাইলের বিরুদ্ধে কোনো নির্দেশ জারি করলেই এই আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল নিশ্চিত করেছেন যে, এ সংক্রান্ত আইনের খসড়া তৈরির কাজ চলছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে কংগ্রেসের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে লিখেছেন, “এটি একটি লজ্জাকর ও উদ্বেগজনক আইন।” তিনি আরো বলেন, গণহত্যা ও যুদ্ধাপরাধের দায় থেকে ইহুদিবাদী ইসরাইলকে মুক্ত রাখার লক্ষ্যে মার্কিন কংগ্রেসের একদল প্রতিনিধি আইসিসির বিচারক ও কৌঁসুলিদের হুমকি দিয়ে যাচ্ছেন যা অত্যন্ত উদ্বেগজনক।

গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর দায়ে আইসিসির প্রধান কৌঁসুলি ব্রিটিশ আইনজীবী করিম খান ইহুদবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী, যুদ্ধমন্ত্রী ও সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন বলে গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে মার্কিন সিনেটররা হুমকি দিয়ে বলেছেন,  ওই পরোয়ানা জারি করা হলে করিম খানের পাশাপাশি তার পরিবারের সদস্যবর্গ ও তার আদালতের স্টাফদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।#


342/