আহলে বাইত (আ.) বার্তা সংস্থা
(আবনা): প্রথমবারের মত লেবাননের হিজবুল্লাহ জায়নবাদী ইসরায়েলী সরকারের বিরুদ্ধে ‘জিহাদ
মুগনিয়া’ নামক নিজেদের অন্যতম ভারি রকেট ব্যবহার করেছে।
লেবাননের ইসলামি প্রতিরোধের বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ অধিকৃত অঞ্চলের জাবদিন ঘাঁটির পাশে শাব’আ কৃষিক্ষেত্রে জায়নবাদী সেনাদের অবস্থান লক্ষ্য করে ‘জিহাদ মুগনিয়া’ নামক নিজেদের নতুন ভারী রকেট হামলা চালায়, যা সরাসরি লক্ষবস্তুতে আঘাত করে।
জিহাদ মুগনিয়া রকেটগুলি টার্গেটে আঘাত হেনে উচ্চমাত্রায় ক্ষয়ক্ষতি করতে সক্ষম এবং এর প্রত্যেকটি রকেটে ১২০ কেজি ওয়ারহেড রয়েছে।
এর আগেও লেবাননের হিজবুল্লাহ নিজেদের হামলায় অধিকৃত অঞ্চলের উত্তরে জায়নবাদী সরকারের লক্ষবস্তুতে হামলায় বারকান ও ফালাক রকেটের ব্যবহার করেছিল।#176A