‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৭ জুন ২০২৪

২:২৫:৪৫ PM
1468094

আগামীকাল ইরানে প্রেসিডেন্ট নির্বাচন; বিশ্বের ৯৫ দেশেও থাকছে ভোটদানের সুযোগ

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র আজ (বৃহস্পতিবার) ঘোষণা করেছেন, আগামীকাল বিশ্বের ৯৫টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ঐসব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

এছাড়া, দেশের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটারেরা।

অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ বলেছেন, আগামীকাল সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।

ইরানের সংবিধানের অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ৮০ জনের রেকর্ড পর্যালোচনা করার পর সংবিধানের ১১৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ছয় জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করে। এরপর এই ছয় প্রার্থী ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান ও টেলিভিশন বিতর্কে অংশ নেন। তবে এরিমধ্যে ৬ জন প্রার্থীর দুই জন অন্যদের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। 

এর ফলে এবারের নির্বাচনের চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন। এই চার প্রার্থী হলেন মাসুদ পেজেশকিয়ান (প্রার্থী কোড-২২), মোস্তফা পুরমোহাম্মাদি (প্রার্থী কোড-৩৩), সাইদ জলিলি (প্রার্থী কোড-৪৪) এবং মোহাম্মদ বাকের কলিবফ (প্রার্থী কোড-৭৭)।#

342/