‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৭ জুন ২০২৪

২:২৬:২৩ PM
1468095

বাড়ছে ইরানের তেল উৎপাদন ও রপ্তানি; বছরে রপ্তানি হচ্ছে ৩৬০০ কোটি ডলারের তেল

পার্সটুডে- ইরানের দৈনিক তেল উৎপাদন শিগগিরই ৪০ লাখ ব্যারেলে পৌঁছাবে। পশ্চিমা দেশগুলো আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করার পরও ইরানের বার্ষিক তেল রপ্তানি বেড়ে তিন হাজার ৬০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। চার-পাঁচ বছর আগে ইরান বছরে প্রায় এক হাজার কোটি ডলারের জ্বালানি তেল রপ্তানি করত।

পার্সটুডে জানিয়েছে, ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি মন্ত্রিসভার বৈঠকের অবকাশে বলেছেন, "চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই ইরানের দৈনিক তেল উৎপাদন ক্ষমতা ৩৬ লাখ ব্যারেল থেকে বেড়ে ৪০ লাখ ব্যারেলে পৌঁছাবে।"

তেলমন্ত্রী আরও বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা তীব্র হওয়ার একই সময়ে ইরানের তেল রপ্তানি আড়াই গুণ বেড়েছে।

তিনি গ্যাস উৎপাদন বৃদ্ধির বিষয়েও জানিয়েছেন। চলতি বছর ইরানের গ্যাস উৎপাদন আগের বছরের তুলনায় ৩৪ লাখ ঘনমিটার বৃদ্ধি পাবে।

ইরানের তেলমন্ত্রী বলেন, গত তিন বছরে ইরানের তেল ও গ্যাস বিতরণ নেটওয়ার্কে তিনটি সাইবার ও সন্ত্রাসী হামলা হয়েছে। এত কিছুর পরও শত্রুরা ইরানের জ্বালানি নিরাপত্তাকে বিপন্ন করতে পারেনি।

ইরানের তেল মন্ত্রণালয় গত কয়েক বছরে দেশের যৌথ ও স্বতন্ত্র তেল ও গ্যাস ক্ষেত্রের উন্নয়নের জন্য দুই হাজার ৩০০ কোটি ডলারেরও বেশি মূল্যের বিভিন্ন চুক্তি সই করেছে।#  

342/